• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

‘তিন ফরম্যাটের ক্রিকেটে আছে খেলোয়াড় সংকট’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৩:২০
নান্নু
ছবি- সংগৃহীত

এইচপি কিংবা বাংলা টাইগার্স অথবা ‘এ’ দল, বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই জায়গাগুলোকে ছায়া জাতীয় দল বলা হয়। যেখানে থেকে সেরা সব ক্রিকেটারদের জাতীয় দলের জন্য বেছে নেওয়া হয়।

কিন্তু এই গুরুত্বপূর্ণ ধাপগুলো পেরিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া অনেক ক্রিকেটারই অনেক সময় মেলে ধরতে পারেনি নিজেদের। যা নিয়ে বিসিবিরও আছে আক্ষেপ। নির্মম এই সত্য এবার সাবেক প্রধান নির্বাচক ও বর্তমানে বোর্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রধান মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠে।

নান্নুর ভাষ্য, ‘ঘরোয়া লোকাল ক্রিকেটারদের জন্য যে টুর্নামেন্টগুলো আছে, এখন সেগুলোতে ম্যাচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। টি-টোয়েন্টিতে আরও কিছু ভালো খেলোয়াড় দরকার। কিছু আইডেন্টিফাইড খেলোয়াড় দরকার একেকটা প্লেসের মধ্যে, যাদেরকে নার্সিং করে আন্তর্জাতিকের জন্য তৈরি করা। তার সঙ্গে সঙ্গে এ খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা দিতে হবে। এখন আমাদের যে অবস্থা, এই অবস্থায় হুট করে বিশ্বকাপ জেতা কঠিন। একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে যদি দলটাকে তৈরি করতে পারি। আগামী বিশ্বকাপে ভালো করার আশা করবো।’

এই সমস্যার সমাধানে সহজ উপায় রিজিওনাল ক্রিকেটের উন্নতি। সেদিকে নজর দিচ্ছে বিসিবি।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেডের মন্তব্য, ‘ক্রিকেটারদের নিয়ে অনেক কাজ হচ্ছে। হাই পারফরম্যান্সের অনুশীলন চলছে, সঙ্গে সঙ্গে টাইগার্সের প্রোগ্রাম চলছে। এটার সঙ্গে কিছু কাজ করছি এনসিএল নিয়ে। এনসিএলের টি-টোয়েন্টিটা হবে ডিসেম্বরের ৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত। এগুলো নিয়ে কাজ চলছে। ইনশাআল্লাহ মৌসুমটা ভালো মতো শুরু করতে পারলে বাকি প্রোগ্রামগুলো ধাপে ধাপে শুরু হবে।’

নান্নু যোগ করেন, ‘আমাদের ক্রিকেট তো পুরোপুরি ঢাকাকেন্দ্রিক। আমাদের তো এখনও সেন্ট্রালাইজড হয়নি। এটা যদি আপনি বলেন, আমাদের চারটা রিজিওনাল বোর্ড আছে। হাই পারফরম্যান্স ইউনিট থাকলে আপনি ৮০টা খেলোয়াড়কে নার্চার করতে পারতেন। তাহলে আন্তর্জাতিক অঙ্গনের জন্য খেলোয়াড়দের তৈরি করা যেতো।’

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেন্টর হিসেবে বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিয়োগ দিলো ঢাকা ক্যাপিটালস
টিভিতে আজকের খেলা
তিন ক্রিকেটারকে বিসিবির বিশেষ সম্মাননা
ঘরোয়া ক্রিকেটের পৃষ্ঠপোষকতা পেল বিসিবি