ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে নিয়ে সতর্ক স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ , ০৭:২১ পিএম


স্পেন
ছবি-এএফপি

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্পেন। শিরোপা জয়ের লড়াইয়ে স্প্যানিশদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ধুকতে ধুকতে ফাইনালে আসলেও বেলিংহ্যাম-কেইনদের নিয়ে সতর্ক কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বিজ্ঞাপন

কারণ, সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। ফাইনালে সাকা, কেইন, ফোর্ডেন, বেলিংহ্যামরা ছন্দে ফিরলে বিপাকে পড়তে হবে স্পেনকে।

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়ে সাংবাদিকদের কোচ লা ফুয়েন্তে বলেন, টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ড ও ফ্রান্স ফেভারিট ছিল, একই সঙ্গে জার্মানিও যেহেতু তারা ঘরের মাঠে খেলছিল। ফেভারিটদের বিপক্ষে ম্যাচগুলো পেরিয়ে আসার সুযোগ হয়েছে। 

বিজ্ঞাপন

‘এখন আমাদের সামনে আরেকটি বড় ম্যাচ আছে। এখন পর্যন্ত হয়তো ইংল্যান্ডের চেয়ে স্পেন ভালো খেলা উপহার দিয়ে ফাইনালে উঠেছে, তবে তা ফাইনালে কোনো প্রভাব ফেলবে না। ইংল্যান্ডের কোয়ালিটি খেলোয়াড় আছে, যারা যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে।’ 

ক্লাব পর্যায়ে ইংলিশ ফুটবলারদের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, শুধু জাতীয় দল নয়, ক্লাব পর্যায়েও অভিজ্ঞতায় ভরপুর একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। তাই কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরা খেলতে মুখিয়ে আছি। শিরোপা জেতার জন্য এই দলের খেলোয়াড়রা লড়াই চালিয়ে যাবে।

১৯৯৬ সালে ইউরোর পর এই প্রথম মেজর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-স্পেন। সেই দেখায় স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission