• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

রাত পোহালেই নারী এশিয়া কাপের দামামা শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ২০:০৪
নারী এশিয়া কাপ
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে নারী এশিয়া কাপের নবম আসরের। আগামীকাল (শুক্রবার) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচে এই নেপাল-আরব আমিরাত মাঠে নামলেও দর্শকদের নজর দিনের দ্বিতীয় ম্যাচে। টুর্নামেন্টের সব থেকে হাইভোল্টেজ ম্যাচে লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এবারের টুর্নামেন্ট মোট আটটি দল অংশ নিয়েছে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। দুই গ্রুপ থেকে সেরা চার দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আগামী ২০ জুলাই শনিবার থেকে। নিজেদের প্রথম ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

২২ জুলাই থাইল্যান্ড এবং ২৪ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন), দিলারা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, রুবায়া হায়দার, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম এবং সাবিকুন নাহার জেসমিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের
টানা ৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন, জানা গেল কারণ
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ 
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা