• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যত টাকা পাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ১১:৩৮
চ্যাম্পিয়ন্স ট্রফি
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির। এই আসরটি আয়োজন করার জন্য আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ১৯ জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির চার দিনব্যাপী বার্ষিক বোর্ড সভা। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পিসিবিকে ১২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছে আইসিসি। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পিসিবিকে ১২৮০ কোটি টাকা দিয়েছে আইসিসি। পিসিবির মুখ্য অর্থ আধিকারিক জাভেদ মুরতাজা এবং আইসিসির মুখ্য অর্থ আধিকারিক অঙ্কুর খান্না মিলিত ভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছেন।

মূলত, যে তিনটি মাঠে (করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি) চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত, অর্থাৎ সেদিন ফাইনাল হবে। যেখানে শুধুমাত্র ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। গ্রুপপর্বে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে সেই পাকিস্তানি তরুণীর মামলা
স্বর্ণের খনির সন্ধান মিলল পাকিস্তানে