বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন আইসিসি
ক্রীড়াঙ্গনেও পড়েছে কোটা সংস্কার আন্দোলনের চলমান অস্থিরতার প্রভাব। বিশেষ করে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেই জেগেছে শঙ্কা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসিও বিষয়টি পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পুরো পরিস্থিতি নিয়ে আইসিসি উদ্বিগ্ন। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত আইসিসির বার্ষিক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিবিকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
এ নিয়ে আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা বাংলাদেশের পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদিও এখনও টুর্নামেন্ট শুরু হতে বেশ সময় বাকি আছে। সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে গত ২৪ ঘণ্টায়।’
উল্লেখ্য, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে।
এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। আসরের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে।
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
গ্রুপ পর্ব
গ্রুপ এ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা
গ্রুপ বি : বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড
মন্তব্য করুন