• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

আর্চারি দিয়ে অলিম্পিক মিশন শুরু করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ২২:০০
আর্চার সাগর
ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিকে চারটি ডিসিপ্লিনে বাংলাদেশের ৫ ক্রীড়াবিদের দিকে নজর দেশের লাখো-কোটি মানুষের। অলিম্পিকে বাংলাদেশের অতীত ইতিহাস খুব একটা সুখকর না হলেও গেল কয়েক আসরে বেশ কয়েকটি ডিসিপ্লিনে দারুণ কিছু করার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে।

এবার সেই আশা আর প্রত্যাশার পালে বাড়তি হাওয়া লাগাচ্ছে আর্চারি। ২৫ জুলাই সাগরের নিশানাভেদের মিশন। রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ কিছু করার লক্ষ্যেই মাঠে নামবেন এই আর্চার। বাংলাদেশ থেকে একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি অংশ নেওয়া সাগর লড়বেন সারাবিশ্বের ৬৪ জন আর্চারের সঙ্গে।

সাগরের পর ২৮ জুলাই শুরু বাংলাদেশের শুটিং ইভেন্ট। ১০ মিটার এয়ার রাইফেলে রবিউলের স্বপ্নপূরণের মিশন শুরু হবে। কোয়ালিফিকেশন রাউন্ডে তাকে লড়তে হবে বিশ্বের বাঘা বাঘা সব শুটারদের বিপক্ষে।

৩০ জুলাই সাঁতারু সামিউলের মূল পরীক্ষা। ১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম ধাপ পেরুনোর লক্ষে পুলে নামবেন তিনি। আরেক সাঁতারু সোনিয়ার লড়াই হবে ৫০ মিটার ফ্রিস্টাইলে। তার ইভেন্ট শুরু ১ আগস্ট।

স্প্রিন্টার ইমরানও নামবেন একই দিকে। ট্র্যাকে বিশ্বচ্যাম্পিয়নশিপের মতোই অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে অংশ নেবেন তিনি।

এর আগে, বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ড সহজেই পেরিয়েছিলেন তিনি। দৌড়েছিলেন মূল হিটে। অলিম্পিকেও সেই লক্ষ্যে ট্র্যাকে নামবেন এই স্প্রিন্টার।

এবারের আসরে আর্চার সাগর বাদে বাকি চারজন গেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। অলিম্পিকে বরাবরের মতো এবারও অংশগ্রহণই বাংলাদেশের মূল লক্ষ্য। তবে টানা দুটি অলিম্পিকে আর্চারি থেকে দুজন সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় এবার এই ইভেন্টে দারুণ কিছুর প্রত্যাশা করছেন সবাই।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি
দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন ফাহিম
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা জানাল বিসিবি
মালয়েশিয়ায় ২৪২ বাংলাদেশি অভিবাসী আটক