• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

আগামী ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন রোহিত-কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ২২:৫২
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
ছবি- সংগৃহীত

ফিট থাকলে দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন বলে বিশ্বাস করেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। তবে এটা পুরাপুরি তাদের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন গম্ভীর।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে সংক্ষিপ্ত ভার্সন থেকে অবসর নেন রোহিত (৩৭) ও কোহলি (৩৫)। তবে উভয়েই টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন।

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে গম্ভীরের দাবি, এ দুই তারকার দেওয়ার মতো এখনও অনেক কিছু আছে।

গম্ভীর বলেন, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা ৫০ ওভারের বিশ্বকাপই হোক বড় পর্যায়ে তারা কি করতে পারেন, সেটা তারা দেখিয়েছেন। আমি স্পষ্ট করে একটা কথা বলতে পারি, ক্রিকেটকে দেওয়ার মতো এখনও অনেক কিছুই তাদের মধ্যে আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে অবশ্যই তারা দলকে অনেক বেশি মোটিভেটেড করবে।’

তিনি যোগ করেন, ‘আশা করছি, এরপর নিজেদের ফিটনেস ধরে রাখতে পারলে তারা ২০২৭ বিশ্বকাপেও খেলবে। তবে এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানি না, তাদের মধ্যে ক্রিকেটের এখনও ক্ষুধা কতটা আছে। মূলত এটা নির্ভর করে খেলোয়াড়দের ওপর। দলের সাফল্যের জন্য তারা কতটা অবদান রাখতে পারবে।’

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে দিয়ে গম্ভীরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আগামী শনিবার পাল্লেকেলেতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে লঙ্কা সফর শুরু করবে ভারতীয় দল। ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে সূর্যকুমার যাদবকে এবং ওয়ানডেতে অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ৬ মাস নকল নখ পরে বিপদে অভিনেত্রী
বিরাট-আনুশকার বিয়ের গোপন তথ্য ফাঁস
সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি
অবশেষে মাঠে নেমেছেন রোহিত-শান্তরা