অবিশ্বাস্য কামব্যাকে মান বাঁচল আর্জেন্টিনার
ম্যাচের একদম শেষ মুহূর্ত পর্যন্তও মরক্কো-ই এগিয়ে ছিল। তবে এলো না প্রত্যাশিত জয়। অলিম্পিকের ফুটবল ইভেন্টে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে একেবারে শেষ সেকেন্ডে ক্রিশ্চিয়ান মেদিনার হেডে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ জেতা দুই তারকা হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ওটামেন্দিকে সঙ্গী করে বড় প্রত্যাশা নিয়ে অলিম্পিকে এসেছিল হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। তাদের সঙ্গে ছিলেন উদীয়মান তারকা জিরোনিমা রুল্লি। কিন্তু মাঠের খেলা আধিপত্য দেখাল মরক্কো।
এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় মরক্কো। প্রথমার্ধে ইনজুরি টাইমে দলকে এগিয়ে দেন সোফিয়ান রাহিমি। বিরতি থেকে ফিরে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কানরা। ফের আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাহিমি।
এরপর গোল শোধে মরিয়া হয়ে দুর্দান্ত কামব্যাক করে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান কমান গুইলিয়ানো সিমিওনে।
এরপর একের পর এক আক্রমণ চালায় তারা। শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। এতে ক্রিস্টিয়ান মেদিনার গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
এদিকে দিনের আরেক ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে স্পেন।
মন্তব্য করুন