২০১৮ সালের সুখকর স্মৃতি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। অথচ আসরের শুরুটা হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার দিয়ে।
অবশ্য সেই ধাক্কা কাটিয়ে দারুণ ভাবেই ঘুরে দাড়িয়েছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে দলটি।
যেখানে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছে লাল-সবুজরা। ওপেনার মুর্শিদার ব্যাট থেকে এসেছে দুটি হাফ-সেঞ্চুরি। এ ছাড়া বল হাতে দারুণ করেছেন নাহিদা, জাহানারা ও রাবেয়ারা।
তবে ফাইনাল খেলতে দলটিকে এবার টপকাতে হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে। আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি হারমানপ্রীত কৌর বাহিনি। সঙ্গে সামাল দিতে আসরজুড়ে দারুণ পারফর্ম করা শেফালি ভার্মা ও দীপ্তি শর্মাদের।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।
বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সূখকর স্মৃতি। এতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টির ফাইনালে খেলার।
এদিকে দিনের আরেক সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ডাম্বুলার একই ভ্যানুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।