• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২৪, ১১:২৫
প্যারিস অলিম্পিক
ছবি- সংগৃহীত

১৮৯৬ থেকে ২০২৪; ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের ৩৩তম আসর শুরুর অপেক্ষায়। বরণ করতে প্রস্তুত ফ্রান্সের প্যারিস।

বিশ্ব মহাযজ্ঞ বলে কথা, তাই আয়োজক দেশের থাকে বাড়তি যোগ-বিয়োগের হিসেব। এর মূল আকর্ষণে আছে আসরের উদ্বোধনী অনুষ্ঠান।

এবার সেই অনুষ্ঠানেই ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা আয়োজকদের। যেখানে অলিম্পিকের উদ্বোধনীতে অংশগ্রহণকারী অ্যাথলেটদের প্যারেডের জন্য ব্যাবহার করা হয়, অ্যাথলেটিক স্টেডিয়াম। সেখানে প্যারিসে এবার ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেটদের দেখা যাবে, নৌকায় করে সিন নদীর ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে।

এর মধ্য দিয়েই অংশগ্রহণ করতে যাওয়া ২০৬ দেশের পরিচিতি পর্ব শেষ হবে। যেখানে সবার আগে আসবে অলিম্পিকের জন্মভূমি গ্রিস। এরপর পর্যায়ক্রমে বাকি দেশগুলো আসবে। সবশেষ পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক ফ্রান্সকে।

এরপর নাচে, গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে সিন নদীর পাড়ে। থাকবে চোখ-ধাঁধানো আতশবাজির ব্যবস্থাও। এমনকি থাকতে পারে সিনের নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার দৃশও।

এএফপির তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানটি মোট ১২টি ভাগে ভাগ করা হবে। যেখানে মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন।

আর সেখানেই রয়েছে প্যারিস অলিম্পিকের সব থেকে বিতর্কিত ও আলোচিত বিষয়। এর মূলে রয়েছে ফরাসি সংগীত তারকা আয়া নাকামুরা। মূলত এই সংগীত শিল্পী অংশগ্রহণ নিয়ে দেশটির ডানপন্থী দলগুলোর আপত্তি ছিল। কিন্তু সেটা উপেক্ষা করেই আয়াকে পারফর্ম করানোর সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

এ ছাড়াও অনুষ্ঠানে থাকছেন টাইটানিকের ‘মাই হার্ট উইল গো অন’ জনপ্রিয় গানের শিল্পী সেলিন ডিওনের পরিবেশনা।

পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।

তিনি জানান, এই অনুষ্ঠানে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরতে দৃঢ়প্রত্যয়ী।

দৃষ্টিনন্দন এই অনুষ্ঠানটি প্রায় ৫ লাখের বেশি দর্শক, বিশেষভাবে তৈরি স্ট্যান্ডে বসে উপভোগ করতে পারবে।

তবে বড় আয়োজন সফল করতে, দেশটির বাড়তি নজর থাকবে নিরাপত্তা ব্যবস্থা ওপর। যেখানে প্রায় ৪৫ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায়।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন থিয়েরি অঁরি
চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের দলগত চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র
পর্দা নামতে যাচ্ছে প্যারিস অলিম্পিকের, শীর্ষস্থান ধরে রাখার লড়াই চীনের
ঢাকায় ফিরেছেন ড. ইউনূস