• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

প্যারিস অলিম্পিকের প্রথম দুই স্বর্ণ চীনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২৪, ১৬:০৮
লিহাও সেং
ছবি-এএফপি

চলমান অলিম্পিক গেমসে ফুটবলসহ কয়েকটি ইভেন্ট আগেই শুরু হলেও পদকের লড়াই শুরু হয়েছে আজ থেকে। অলিম্পিকের ৩৩তম আসরের প্রথম দুটি স্বর্ণ জিতেছে চীন।

শনিবার (২৭ জুলাই) শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।

এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া এবং ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। এটি আসরের প্রথম পদক। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি।

শুটিং ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতের পর সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ের স্বর্ণ জিতেছে চীন। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের। ২০০৪ সালে এথেন্সের পর এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।

ফ্রান্সের শিল্প-সাহিত্য ও ভালোবাসার শহর প্যারিস। আর এই শহরটিতেই গতকাল (শুক্রবার) রাতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমার পর আজকে স্বর্ণের দাম (২৪ ডিসেম্বর)
কমলো স্বর্ণের দাম, কাল থেকেই কার্যকর
আজকে স্বর্ণের দাম (১৯ ডিসেম্বর)
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত