• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ড্রোন কাণ্ডে বড় শাস্তি পেল কানাডা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ১৪:০৮
কানাডা
ছবি- সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিক নিয়ে বিতর্কের শেষ নেই। তবে কানাডাই হয়তো সবচেয়ে বড় আলোচিত ঘটনার জন্ম দিয়েছে। দেশটির মহিলা ফুটবল দলের বিপক্ষে প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠে। এ ঘটনায় কানাডার বেশ কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

রোববার (২৮ জুলাই) এক বিবৃতিতে কানাডা নারী জাতীয় দলের হেড কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের নিষেধাজ্ঞার বিষয়টি জানায় ফিফা। একইসঙ্গে তার দুই সহকারী জোসেফ লম্বার্ডি ও জেসমিন মান্দারকেও সমান শাস্তি দেওয়া হয়। আগামী এক বছর তারা ফুটবল সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিতে পারবেন না।

কানাডার বিরুদ্ধে মূলত নিউজিল্যান্ড নারী দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। এ ঘটনায় সেই ড্রোন অপারেটরকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়। ওই ম্যাচে ২-১ গোলে জয় পায় কানাডা।

মেয়েদের ফুটবল ইভেন্টে কানাডার ৬ পয়েন্টও কেটে নিয়েছে ফিফা। এতে বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্বে কোয়ালিফাই করাই কঠিন হয়ে যাবে। পাশাপাশি কানাডা সকার ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। তবে ফিফার এমন সিদ্ধান্ত মেনে নেয়নি কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি)। শাস্তি কমানোর বিষয়ে আপিল করবে তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাওয়াজকে ধাক্কা দিয়ে কঠিন শাস্তি পেলেন সাকিব
হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম
দ্বিতীয় পরীক্ষায়ও ব্যর্থ, বড় নিষেধাজ্ঞার শঙ্কায় সাকিব
আপিল করেও শাস্তি কমেনি ভিনির, তবুও স্বস্তিতে রিয়াল মাদ্রিদ