• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্যারিস অলিম্পিক

শুটিংয়ে স্বর্ণ জিতেছেন স্কুলপড়ুয়া ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১৬:২৫
প্যারিস অলিম্পিক
ছবি-এএফপি

দেখতে দেখতে প্যারিস অলিম্পিকে ‍দুই দিন শেষে জমে উঠেছে পদকের লড়াই। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার স্কুলপড়ুয়া শুটার বান হিওইন।

সোমবার (২৯ জুলাই) পদকের লড়াইয়ের তৃতীয় দিনে প্রথম সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশটিকে সোনা এনে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ক্রীড়াবিদ। হিওইনের জেতা সোনা অলিম্পিক দক্ষিণ আফ্রিকার ১০০তম।

সোনার লড়াইয়ে হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। দুজনের মোট স্কোর ২৫১.৮ হওয়ার পর শুট–অফে সোনাজয়ী চূড়ান্ত হয়। ইউতিং জেতেন রূপা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।

ফ্রান্সে অনুষ্ঠিত চলমান অলিম্পিকে এখন পর্যন্ত জাপান চারটি স্বর্ণ পদক জিতেছে। চারটি স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে ২টি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। ১টি ব্রোঞ্জ জাপানের, আর অস্ট্রেলিয়া জেতেনি একটিও।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও চীন তিনটি করে স্বর্ণ পদক জিতেছে। সেই সঙ্গে ইতালি, কাজাখস্তান, বেলজিয়াম, জার্মানি ও উজবেকিস্তান জিতেছে একটি করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমনের বাম্পার ফলন, সোনালি ধানে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
আপত্তিকর ভিডিও ধারণ, মধ্যরাতে লাইভে এসে অভিযোগ তিশার
প্যারিসের রোমান্টিকতা আজও কেন এত জলজ্যান্ত  
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট