• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

প্যারিস অলিম্পিক

চীনকে হটিয়ে স্বর্ণ জয়ে শীর্ষে জাপান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৫:৩৬
প্যারিস অলিম্পিক
ছবি-এএফপি

প্যারিস অলিম্পিকে জমে উঠেছে স্বর্ণ পদকের লড়াই। যেখানে চীন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করছে জাপান। সোমবার অর্থাৎ তৃতীয় দিন শেষে ছয়টি স্বর্ণ পদক জিতে সবার চেয়ে এগিয়ে জাপান। সব মিলিয়ে ১২টি পদক পেয়েছে তারা। এর মধ্যে দুটি রৌপ্য এবং চরটি তাম্র বা ব্রোঞ্জ পদক। এর আগে দ্বিতীয় দিন শেষে স্বর্ণ জয়ের শীর্ষে ছিল চীন।

স্বাগতিক ফ্রান্সও পদকের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রেখেছে। তৃতীয় দিন শেষে চারটি দেশ সমান ৫টি করে স্বর্ণ জিতলেও মোট ১৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ফ্রান্স। ৮টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ জয় করেন দেশটির অ্যাথলেটরা।

এ ছাড়াও ৫টি করে স্বর্ণ জিতেছে চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াও। এর মধ্যে মোট ১২টি পদক নিয়ে চীন তৃতীয়, ৯টি করে পদক নিয়ে অস্ট্রেলিয়ায় চতুর্থ এবং দক্ষিণ কোরিয়া রয়েছে পঞ্চম স্থানে।

শীর্ষে থাকা জাপানের অ্যাথলেটরা জুডোতে দুটি, স্টেকবোর্ডিংয়ে দুটি, ফেন্সিং এবং জিমন্যাস্টিকসে একটি করে স্বর্ণ জিতেছে তারা। তৃতীয় দিন পর্যন্ত স্বর্ণ পদকজয়ী দেশ হলো ১৭টি। যুক্তরাষ্ট্র জিতেছে ৩টি স্বর্ণ পদক। ৫টি দেশ জিতেছে ২টি করে স্বর্ণ। একটি করে স্বর্ণ জিতেছে ছয়টি দেশ।

রৌপ্য পদক জয় করেছে সাতটি দেশের অ্যাথলেটরা। আর শুধুমাত্র ব্রোঞ্জ পদক জয় করেছে ১২টি দেশের অ্যাথলেটরা। সব মিলিয়ে পদক তালিকায় নাম তুলতে পেরেছে ৩৬টি দেশের অ্যাথলেটরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু
স্বর্ণের খনির সন্ধান মিলল পাকিস্তানে 
আজকে স্বর্ণের দাম (১৪ জানুয়ারি)
আজহারীর মাহফিলে ফোন-স্বর্ণালঙ্কার চুরি, অভিযোগে ৭৪ জিডি