অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির বিপক্ষে বড় জয় বিসিবি এইচপির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ , ০৭:১৭ পিএম


বাংলাদেশ
ছবি- বিসিবি

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টেস্ট সিরিজ করে, ওয়ানডেতে মাঠে নেমেছে বিসিবি এইচপি দল। প্রথম ম্যাচেই নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানের বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ইমন-তামিমরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) ডারউইনের মাররারা ওভালে টস হেরে আগে ব্যাট করে নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ২৫১ রানের লক্ষ্য দেয় বিসিবি এইচপি। জবাবে দিতে নেমে ৪২ ওভারে ১৩৮ রান তুলেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি। এতে ১১২ রানের জয় পায় এইচপি।

চ্যালেঞ্জিং লক্ষ্য ব্যাট করতে নেমে ২৬ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নর্দান টেরিটরি। প্রথম পাওয়ার প্লেতে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্লাবটি। 

বিজ্ঞাপন

জ্যাকব ডিকম্যানের ৮৭ বলে ৫১ রানের কল্যাণে সেঞ্চুরির কোটা পার করে দলটি। শেষ পর্যন্ত ৪২ ওভারে ১৩৮ রান তুলেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি। এতে ১১২ রানের জয় পায় এইচপি।

এইচপি দলের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিসিবি এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম মিলে গড়েন ১০০ রানের উদ্বোধনী জুটি। 

বিজ্ঞাপন

ইমন ৬৪ বলে ৪৭ এবং সমান সংখ্যক বল খেলে তামিম করেন ৫৩ রান। এছাড়াও আকবর আলী ৩৮ বলে ২৬ এবং আবু হায়দার রনি ৪১ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ২৫০ রানের বড় পুঁজি পায় এইচপি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission