• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আন্দোলনকারীদের উদ্দেশে আরও এক বার্তা মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ২০:১৩
মাহমুদউল্লাহ
ছবি- বিসিবি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় সারাদেশে অস্থিরতা বিরাজমান। এই আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। এমন পরিস্থিতিতে নিজেকে সরিয়ে রাখতে পারেননি দেশের ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ১৭ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্ট করেছিলেন এই ক্রিকেটার। দীর্ঘদিন পেরোলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও একটি পোস্ট করেছেন তিনি।

শনিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে রিয়াদ লিখেছেন, আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।

এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম।বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য।ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।

এদিনে দুপুরে শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচারের দাবিতে মিরপুরে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস