মিরপুরে টাইগারদের অনুশীলন স্থগিত
চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। আসন্ন পাকিস্তানকে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করার কথা ছিল টাইগারদের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনুশীলন বাতিল করেছে বিসিবি।
রোববার (৪ আগস্ট) দেশব্যাপী শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। সারাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অস্থিরতা বিরাজমান।
তাই ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে অনুশীলন বাতিল করেছে বিসিবি। আপাতত শুধু আজকের অনুশীলন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। বাকি সিদ্ধান্ত পড়ে জানানো হবে বলে জানা গেছে।
এদিকে, প্রথম দিনের স্ট্রেন্থ টেস্টে অংশ নিয়েছেন ১৪ ক্রিকেটার। যাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন, বাকিরাও ছিলেন বেঞ্চ মার্কের কাছাকাছি। সুখবর মিলেছে তাসকিনকে নিয়েও। বিসিবি ফিজিও বায়েজিদ আহমেদ জানান, সাদা পোষাকের জন্য পুরোপুরি ফিট টাইগার স্পিডস্টার।
প্রসঙ্গত, আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের সঙ্গে যাওয়ার কথা রয়েছে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের মতো অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারের।
মন্তব্য করুন