অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ , ০৫:১৮ পিএম


প্যারিস অলিম্পিক
ছবি-এএফপি

সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এরপর ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে স্প্যানিশরা। এবার আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা।

বিজ্ঞাপন

চলমান অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স। ঘরের মাঠে ইউরোতে হারের প্রতিশোধ নেওয়া বড় সুযোগ পেয়েছে ফরাসিরা।

আগামী ৯ আগস্ট রাত ১০টায় স্বর্ণের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স এবং স্পেন। এর আগে ৮ আগস্ট ব্রোঞ্জ জয়ের জন্য লড়াইয়ে মাঠে নামবে সেমিফাইনালে দুই পরাজিত দল মরক্কো এবং মিশর।

বিজ্ঞাপন

সোমবার (৬ আগস্ট) প্রথম সেমিফাইনালে মরক্কোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। 

এদিন ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মরক্কোকে এগিয়ে নেন রাহিমি সোফিয়ানি। ৬৬তম মিনিটে স্পেনকে সমতায় ফেরান লোপেজ ফের্মিন। এরপর ৮৫তম মিনিটে স্পেনের জয় সূচক গোলটি করেন জোয়ানলু।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দুর্বল মিশরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। ৬২তম মিনিটে মাহমুদ সাবেরের গোলে মিশর এগিয়ে গেলেও হার এড়াতে পারেননি।

বিজ্ঞাপন

৮৩তম মিনিটে মাতেটা ফিলিপ্পের গোলে সমতায় ফেরে ফ্রান্স। অতিরিক্ত সময়েও (৯৯তম মিনিটে) জয় সূচক গোলটিও করেন তিনি। ১০৮তম মিনিটে ব্যবধান বাড়ান ওলসি মিচেল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission