• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ফিফার সাবেক প্রেসিডেন্ট মারা গেছেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১১:৪০
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসে তার মৃত্যু হয়। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ইসা হায়াতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

পোস্টে তিনি লিখেছেন, সাবেক সিএএফ (কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল) সভাপতি, সাবেক ফিফা সভাপতি, অন্তর্বর্তীকালীন ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলের সদস্য ইসা হায়াতুর মৃত্যুর খবর শুনে দুঃখিত।

জিয়ান্নি ইনফান্তিনো আরও লিখেছেন, একজন উৎসাহী ক্রীড়া অনুরাগী হিসেবে নিজের জীবন ক্রীড়া প্রশাসনের জন্য উৎসর্গ করেছিলেন হায়াতু। ফিফার পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবার, বন্ধু, সাবেক সহকর্মী এবং যারা তাকে চিনতেন সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।

প্রসঙ্গত, ১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিএএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসা হায়াতু। এ ছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ১৫ বছর সদস্য হিসেবেও কাজ করেন তিনি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক
বিএনপির সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন
শিবিরের কেন্দ্রীয় সভাপতির মা মারা গেছেন  
খাবার স্যালাইনের উদ্ভাবক রিচার্ড ক্যাশ মারা গেছেন