• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৩:২২
আসিফ মাহমুদ
ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর তিনি এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়াও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে আরও ১৬ জনকে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরই উপদেষ্টাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তিনি। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সমন্বয়ক থেকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা’ হয়েছেন তিনি।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নাজমুল হাসান পাপনের স্থলভিষিক্ত হন এই তরুণ ছাত্রনেতা।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারালেও বিসিবির সভাপতি পদ থেকে এখনও পদত্যাগ করেননি পাপন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

আ হ ম মোস্তফা কামালের পর ২০১২ সালের ১৭ অক্টোবর বিসিবি সভাপতির দায়িত্ব পান পাপন। এরপর থেকে একক আধিপত্য দেখিয়ে দেশের ক্রিকেটকে পরিচালনা করেছেন। চলতি বছরেই শেষ হবে বিসিবিতে তার তৃতীয় টার্মের মেয়াদ।

দীর্ঘ ১২ বছর নানা আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানে সন্তান হওয়ায় চলতি বছরই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।

বিসিবি ছাড়াও পাপন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্যতম দল আবাহনী লিমিটেডের সাথে প্রায় এক দশক জড়িত আছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আবাহনীর ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও ২০০৬ সালের করপোরেট ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতি ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেছিলেন। তাই ক্রীড়াঙ্গনের অলিখিত অভিভাবকও ছিলেন তিনি। হকি, ফুটবলসহ অনেক সমস্যা সমাধানের জন্য তার দ্বারস্থ হতেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ
আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন, যা বললেন উপদেষ্টা আসিফ
ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন: আসিফ মাহমুদ