ক্রীড়াঙ্গনে আসিফ মাহমুদের কাছে যে প্রত্যাশা সাইফউদ্দিনের
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আর এই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দায়িত্ব পাওয়ার পর আসিফ মাহমুদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন।
তিনি লিখেছেন, অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।
তিনি আরও লিখেছেন, দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিল, গত পরশুদিন সম্ভবত পুরোনদের দিয়ে আর কিছু হবে না। কারণ, তাদের চিন্তাভাবনা পুরোনো।
মন্তব্য করুন