• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রূপরেখা প্রস্তুত, বিসিবি সংস্কারে আসিফের সঙ্গে বসতে চান ফাহিম

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৭:৪৮
সংগৃহীত ছবি

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশের প্রায় সব সরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগ ও নতুন করে দায়িত্ব প্রদানের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এমনটি চেয়েছেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার (১০ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ক্রিকেট বোর্ড সংস্কারের রূপরেখা তার কাছে আছে।

কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘একটি রুপরেখা নিয়েই তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘বিসিবি বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও, এখানে অভ্যন্তরীণ শৃঙ্খলা নেই। আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় না, বিসিবি খুব ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। যেটা বাইরে থেকে দেখে মনে করে কিংবা এর চাকচিক্য দেখে মনে করে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন।’

দেশের স্বনামধন্য এই কোচ বলেন, ‘আমার মনে হয় যে, বিসিবিতে যেসব সুযোগ ছিল সেগুলো কাজে লাগানো হয়নি। সেটা অনেক কারণেই হয়নি, অনেকের ভুলের কারণেও হয়নি। আমার মনে হয় যে, এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে। সেটার পরিবর্তন আনা দরকার।’

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সময় বিসিবির কর্মকাণ্ড সঠিক পথে ছিল না। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে বিসিবি পরিচালনার পক্ষে আমি।’

বিসিবিতে পরিবর্তন আনার ব্যাপারে নবগঠিত অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গেও বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন কোচ ফাহিম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
খাগড়াছড়িতে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার 
আ.লীগ আমলে বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি