• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

পাকিস্তানে অনুশীলন শুরু করেছে ‘এ’ দলের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১৮:২৭
বাংলাদেশ
ছবি-পিসিবি

চার দিনের দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। আগামী ১৩ আগস্ট চার দিনের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বিজয়-মুশফিকরা। আর এই ম্যাচকে সামনে রেখে ইসলামাবাদে অনুশীলনও শুরু করেছে তারা।

রোববার (১১ আগস্ট) এক বিবৃতিতে ‘এ’ দলের অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে শুক্রবার (৯ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বিজয়-মুশফিকরা। আগের সূচি অনুসারে ৬ আগস্ট নির্ধারণ করা হলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় বিসিবি।

আগের সূচি অনুসারে প্রথম ম্যাচ ১০ আগস্ট শুরু হওয়া কথা থাকালেও, নতুন সূচি অনুসারে ১৩ আগস্ট প্রথম টেস্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ২৬ আগস্ট প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩০ ২৮ আগস্ট। এই সফরের সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ নভেম্বর)
ট্রাম্প-হ্যারিস লড়াই: কার জয়ে বাংলাদেশের কী হবে
বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক টিকবে না: ডা. জাহিদ
এ বছর ১২৪ জন বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া