ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তাসমানিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৭:৩৭ পিএম


loading/img
ছবি- বিসিবি

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বড় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে আফিফ-ইমনরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করে তাসমানিয়াকে ১৬৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় এইচপি। জবাব দিতে নেমে ৫ উইকেট এবং ৩ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি তাসমানিয়ার। ৭ বলে ৬ রান করে ফেরেন টিম ভারাদ আউট হলে দলীয় ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে নিবেথান রাধাকৃষাণও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৫ রান।

বিজ্ঞাপন

তবে নিকোলাস ডেভিনকে নিয়ে দলকে টেনে তুলেন চার্লি ভাকিম। দেভিন করেন ৩০ রান। আর ভাকিমের ব্যাট থেকে এসেছ ২৫ রান। এরপর দলের হাল ধরেন জ্যাক ডোরান। শেষ পর্যন্ত তার ৩৭ বলের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৩ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় তাসমানিয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ এইচপি। নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন জিশান। তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৮ রান। আরেক ওপেনার তামিম করেছেন ২৯ বলে ২৮ রান।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত উইকেটে থেকে ২৯ বলে করেছেন অপরাজিত ৩৮ রান।

বিজ্ঞাপন

টপ অর্ডার ব্যাটারদের ভালো শুরুর দিনে সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। আফিফ হোসেন, আকবর আলি ও শামীম হোসেন উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ১৬৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ এইচপি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |