• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৫:৪৫
বাংলাদেশ
ছবি- পিসিবি

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও, তাকে নিয়েই পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে না ফিরে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। অনুশীলনও শুরু করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বিসিবি। যেখানে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে।

বিসিবির প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ব্যাট হাতে কোচ হাথুরুসিংহের সঙ্গে আলাপ করছেন সাকিব। আরেকটি ছবিকে দেখা গেছে সহকারী কোচ নিক পোথাসের অধীনে ব্যাটিং অনুশীলন করছেন এই অলরাউন্ডার। এ ছাড়াও লিটন-তাসকিনদের সঙ্গে রানিংও করেছেন তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু গত সপ্তাহে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তোপের মুখে পড়তে হয় দেশসেরা এই ক্রিকেটারকে। তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না।

কারণ, সাকিবকে সঙ্গে নিয়েই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সাকিবের সঙ্গে কি কথা হয়েছে তাও জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সাকিবকে নিয়ে লিপু বলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজ চলার সময় তার প্ল্যান জানতে চেয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত। আমাদের আটটা টেস্ট ম্যাচ রয়েছে সেখানে তার থাকা নিয়ে কথা হয়েছিল। সে আমাদের আশ্বস্ত করেছিল।

‘এরপর তার সাথে প্রোপার ই-মেইল কথা হয়েছে থাকবে কি না একটা জানার বিষয় ছিল। একটা প্রসেস ছিল তো সেই আলোকে ১৪ অথবা ১৫ তারিখ সে দলের সাথে পাকিস্তানের যোগ দেব যেটা লজিস্টিক দেখছে।’

বিসিবিকে দেওয়া কথা রেখেছেন সাকিব। নির্ধারিত সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। এবার মাঠের ক্রিকেটে কতটা প্রভাব বিস্তার করতে পারেন সাকিব, সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাঙ্গুকে নিয়ে পাকিস্তান সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন পাকিস্তানি যুবক
ডাক মারার রেকর্ডে ভারতের সূর্যকুমারের সঙ্গী পাকিস্তানের শফিক  
দ. আফ্রিকা-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে সন্তান প্রসব