• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

যে কারণে বাংলাদেশের করাচি টেস্টে দর্শক নিষিদ্ধ করল পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৭:১৮
বাংলাদেশ
ছবি- পিসিবি

বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছেন শান্ত-সাকিবরা। এই সিরিজে প্রথম ম্যাচে দর্শক থাকলেও দ্বিতীয় ম্যাচে দর্শক ছাড়ায় মাঠে নামতে হবে দুই দলকে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই খেলতে হবে বাংলাদেশ-পাকিস্তানকে।

মূলত, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবি।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ক্রিকেটে আমাদের নিবেদিত দর্শকদের ভূমিকার বিষয়টি আমরা বুঝতে পারছি। তারা খেলোয়াড়দের প্রেরণা দিয়ে ম্যাচকে আরও জমিয়ে তোলেন। যাই হোক, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় দ্বিতীয় টেস্ট চলাকালে আমরা স্টেডিয়াম ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

‘ফলে দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও সরিয়ে নেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে।’

পিসিবি আরও জানিয়েছে, দর্শকদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে আমরা নিশ্চিত করতে চাই যে, স্টেডিয়ামে তাদের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তোলার কাজ চলছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর জন্য আমরা যে আরও দর্শক বান্ধব ভেন্যু প্রস্তুত করতে চাই। কারণ, ১৯৯৬ সালের পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট বসতে যাচ্ছে পাকিস্তানে।

২০২০ সালের পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। সেবার বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হেরেছিল টাইগাররা। তবে এবার ভালো কিছু করার প্রত্যাশা শান্ত বাহিনীর। কারণ, ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত