• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সাকিব-মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ স্পিন কোচ মুশতাক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১২:৪৯
বাংলাদেশ
ছবি- বিসিবি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান সিরিজে সাকিবকে দলে নেওয়া চ্যালেঞ্জিং ছিল নির্বাচকদের কাছে। তবে দেশসেরা এই ক্রিকেটারকে নিয়েই পাকিস্তান সফরে পা রেখেছে বাংলাদেশ দল। এবার সাকিব-মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের দলে থাকা কতটা গুরুত্বপূর্ণ তা পরিষ্কার করেছে স্পিন কোচ মুশতাক আহমেদ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এ সময় সাকিব-মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটাররা দলে থাকায় বাকিদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন মুশতাক আহমেদ।

তিনি বলেন, সাকিব ও মুশফিক সিনিয়র খেলোয়াড়। তারা তরুণদের সঙ্গে থেকে ইতিবাচক ভূমিকা পালন করছে। আমি ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিই যাদের খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এখন মনোযোগ শুধু ক্রিকেটে।

ঘরের মাঠে মনে রাখার মতো অনেক সাফল্য থাকলেও দেশের বাইরে টেস্ট রেকর্ড ওত ভালো না বাংলাদেশের। দুই বা তার বেশি ম্যাচের সিরিজে তারা কেবল একবারই বিদেশে টেস্ট সিরিজ জিতেছে, সেটা ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে।

তবে মুশতাকের ভাষ্য, বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য আছে। যদি ধারাবাহিকভাবে তারা শিখতে থাকে এবং নিজের ওপর বিশ্বাস রাখে তবে দেশের বাইরেও জিততে শুরু করবে।

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে তিনি আরও বলেন, স্কিল লেভেল নিজেদেরই বাড়াতে হবে।আমরা তাদের বিশ্বাসটা তৈরি করে দেব যে, তোমরা যে কাউকে হারাতে পারে। বাংলাদেশ ভালো দল। আপনি দেখেছেন বিশ্বকাপে তারা ভালো দলকে চ্যালেঞ্জ করেছে।

‘তারা ভালো ফাস্ট বোলার পাচ্ছে। তারা একটা ভালো দিকে যাচ্ছে। যদি তারা শিখতে থাকে এবং নিজের উপর বিশ্বাস রাখে, আশা করি, তারা বাইরেরও জিততে শুরু করবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
আরটিভিতে আজ ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’