• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত

ডয়েচে ভেলে

  ১৬ আগস্ট ২০২৪, ১৬:২৩
ফুটবল
সংগৃহীত

স্পেনের ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে বুধবার স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে৷

সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া বলেছে, লামিন ইয়ামালের বাবার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল আছে৷ কাতালান পুলিশ এই ঘটনার তদন্ত করছে৷ তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য তারা প্রকাশ করেনি৷ বার্সেলোনা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে রোকাফোন্ডায় ঘটনাটি ঘটেছে৷ এই জায়গাতেই ইয়ামালের শৈশব কেটেছে এবং এখানেই তার বাবা ও দাদি এখনও বসবাস করেন৷

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লা ভ্যানগার্ডিয়া বলেছে, ইয়ামালের বাবা তার কুকুর নিয়ে হাঁটার সময় একদল লোক তাকে ঘিরে ধরেন৷ এ সময় তাদের সাথে তার বাকবিতণ্ডা হয়৷ পরবর্তীতে ফিরে এসে তাকে ছুরিকাঘাত করে তারা৷ তাকে কাছের কান রুতি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ১৬ বছর বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছেন ইয়ামাল৷

বার্সেলোনা ও স্পেনের হয়েও সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে তার৷ লা লিগা ও স্পেনের জাতীয় দলের হয়ে গোল করেও রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি৷ ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছেন ইয়ামাল৷ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তার দল চ্যাম্পিয়ন হয়েছে৷ আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পদক জিতেছেন লামিন ইয়ামাল৷

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
ক্লাব ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করল ফিফা
টিভিতে আজকের খেলা
উয়েফা থেকে কঠিন শাস্তি পেল বার্সেলোনা