• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

টপ এন্ড টি-টোয়েন্টি লিগের ফাইনালে বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১১:৫৬
বাংলাদেশ
ছবি- বিসিবি

দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। জয়ের ধারা বজায় রেখে এবার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আফিফ-ইমনরা। ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ান ক্লাব নর্দার্ন টেরিটরিকে (এনটি) ২৩ রানের হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৮ আগস্ট) আগে ব্যাট করতে নেমে নর্দার্ন টেরিটরিকে ১৩৯ রানের লক্ষ্য দেয় এইচপি। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান ‍তুলতে পারে স্বাগতিক ক্লাবটি। এতে ২১ রানের জয় পায় এইচপি।

এদিন শুরুটা মোটেও ভালো ছিল না সফরকারীদের। দলীয় মাত্র ৭ রানেই ওপেনার জিসান আলমকে হারায় এইচপি। তবে তানজিদ তামিমকে নিয়ে সংগ্রাম করতে থাকেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ১৬ রান করে আউট হন। ইনিংস বড় করতে পারেননি আফিফও। ১৬ বলে ৪ চারে ২২ রানের ইনিংস খেলেছেন তিনি।

২৩ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন ওপেনার ইমন। শেষ দিকে দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী। এই বাঁহাতি ব্যাটারের ৩৪ বলের অপরাজিত ৪১ রানের ইনিংসে ভর করে ১৩৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ এইচপি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে ভালোভাবেই আগাচ্ছিল অস্ট্রেলিয়ান ক্লাবটি। দুই ওপেনার মিলে ৪১ রান এনে দেন পাওয়ার প্লেতে। ডি’আরসি শর্টকে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ আউট করে ফেরান আলিস আল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটের জন্যও বেশি বেগ পেতে হয়নি আকবর আলির দলকে। ওপেনিংয়ে নামা সেট ব্যাটার জ্যাক ওয়েদারাল্ডকে ৩৪ রানে ফেরান আরেক স্পিনার রাকিবুল হাসান।

দ্বিতীয় উইকেট পড়তেই ছন্দ হারায় দলটি। উইকেট মিছিল শুরু করে বাকিরা। দলীয় ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টেরিটরি।
শেষদিকে নামা কেলান মালাডে’র ১৯ রান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কেরও দেখা পাননি। ফলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে পারে নর্দান টেরিটরি। এতে ২১ রানের জয় পায় বাংলাদেশ এইচপি।

আরেক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩০ রানে হেরেছে পাকিস্তান শাহিনস। ফলে ফাইনালে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেইড।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্টিগুয়ায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু বাংলাদেশের
ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন
দেশের মাটিতে আমরাই ফেভারিট: জ্যোতি