• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

জয় দিয়ে ফ্লিক অধ্যায় শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১২:৩৩
লা লিগা
ছবি-এএফপি

গত মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও তা ঘরে তুলতে পারেনি বার্সেলোনা। তাই কোচের পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন জাভি হার্নান্দেজ। এরপর কাতালান ক্লাবটির দায়িত্ব নেন জার্মান কোচ হান্সি ফ্লিক। তার অধীনে জয় নিয়ে নতুন মৌসুমে শুভসূচনা করেছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার উদ্বোধনী দিনে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

শনিবার (১৭ আগস্ট) রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বার্সেলোনার জয়ের নায়ক রবের্ত লেভানদোভস্কি। জোড়া দিল দিয়ে নতুন মৌসুম শুরু করেছে এই তারকা ফুটবলার।

এদিন ম্যাচের প্রথম ১০ মিনিটে কয়েক দফায় আক্রমণে যায় বার্সেলোনা, যদিও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় ভালেন্সিয়া। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড করতে পারেননি রাফা মির।

১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। একটু পর বার্সেলোনাকে বাঁচান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। দিয়োগো লোপেসের ক্রস ডিফেন্ডার পাউ কুবার্সিরর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষক।

৪৪তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।

তবে সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি বার্সেলোনা। অতিরিক্তি সময়ের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান লেভানদোভস্কি। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে লামিনে ইয়ামাল ভলিতে বল বাড়ান গোলমুখে, স্লাইডে ঠিকানায় পাঠান পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পান তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, তবে তার নেওয়া শট ফিরিয়ে দেন মামারদাশভিলি। ৭০তম মিনিটে লেভানদোভস্কির শট প্রতিহত হয় রক্ষণে।

দ্বিতীয়ার্ধে তরেসের বদলি নামা পেদ্রি ৮৫তম মিনিটে নিচু শট নেন বক্সের বাইরে থেকে, পোস্টের বাইরে দিয়ে যায় তা। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে কাজে লাগাতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

নতুন মৌসুম শুরু হলেও চোটের কারণে দলের বাইরে আছেন ইলকাই গিন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, রোনাল্দ আরাউহো ও আনসু ফাতি। চলতি দলবদলে লাইপজিগ থেকে আসা দানি ওলমোকে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি তারা।


মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ ছাড়াও লিগ পর্বে যাদের মুখোমুখি হবে বার্সেলোনা
ভিনিসিউস ফের বর্ণবাদের শিকার হলে মাঠ ছাড়বে রিয়াল
লা লিগায় টানা দুই ম্যাচে ব্যর্থ এমবাপ্পে, যা বললেন আনচেলত্তি