• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি নতুন বিসিবি সভাপতির শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৫:৫৮
ফারুক আহমেদ
ছবি: আরটিভি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।

বুধবার (২১আগস্ট) সচিবালয়ে এক বৈঠক শেষে তাকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়।

এরপর দুপুরের গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে, সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে বোর্ড পরিচালকদের জরুরি সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তিনি ক্রিকেট বোর্ডের ১৫তম সভাপতি এবং মেয়াদের বিচারে ১৭তম সভাপতি হচ্ছেন।

১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। ২০০৩ সালে প্রথমবার আসেন এই পদে। এরপর ২০১৩ সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার নির্বাচক হন তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বিসিবির, বাদ পড়লেন শরিফুল
বিসিবি থেকে সুজনের পদত্যাগের নেপথ্য কারণ