• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, লিডের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নভোজে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৩:২৯
বাংলাদেশ
ছবি-এপি

রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে রান পাহাড় তৈরি করায় ব্যাটফুটে ছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে খেলায় ফেরান ওপেনার সাদমান ইসলাম। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে এই বাঁহাতি ব্যাটার আউট হলেও দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এতে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮৯ রান। মিরাজ ১৭* রান এবং মুশফিক ১০১ রানে অপরাজিত রয়েছেন। প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে দুই দল।

শনিবার (২৪ আগস্ট) নতুন বলের ধাক্কা সামলাতে পারেননি লিটন দাস। ৭৮ বলে ৫৬ রান করে নাসিম শাহর বলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন মেহেদী হাসান মিরাজ। ২০৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার।

এর আগে ১২২ বলে ৫৫* রানে মুশফিক এবং লিটনের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। এতে ১৩২ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে পাহাড় সমান ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ও সংবিধানে পাঁচ মূলনীতি চায় সংস্কার কমিশন
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ