উয়েফার বিশেষ সম্মাননা পাচ্ছেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ আগস্ট ২০২৪ , ১২:৩৬ পিএম


রোনালদো 
ছবি-এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে উত্থান হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের স্বর্ণযুগ বলতে গেলে রিয়াল মাদ্রিদের নামই আগে আসবে। কারণ, স্প্যানিশ জায়ান্টদের হয়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। সেই সঙ্গে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিজেকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা হিসেবে গড়ে তোলেন এই পর্তুগিজ পোস্টারবয়।

বিজ্ঞাপন

বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ না খেললেও এখন পর্যন্ত মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবটা একান্তই রোনালদোর। এ ছাড়াও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ডই আছে এই তারকা ফুটবলারের দখলে। তাই এই কিংবদন্তিকে সম্মাননা দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে উয়েফা। মোনাকোয় বৃহস্পতিবার ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান। 

বিজ্ঞাপন

উয়েফার বিবৃতিতে সেফেরিন জানিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অসংখ্য তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল করার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।

রোনালদোর নিবেদন নিয়ে তিনি আরও জানিয়েছেন, দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদযাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারিত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।

কাতার বিশ্বকাপের পর ইউরোপ থেকে বিদায় নিয়েছেন রোনালদো। এরপরেও অধরাই আছে তার রেকর্ডগুলো। চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। রোনালদোর গোলের রেকর্ড আপাতত ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও আছে রোনালদোর নামের পাশে। ৫ শিরোপার ১টি রোনালদো জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং বাকি চারটি জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। টানা ১১ ম্যাচে গোল, সর্বোচ্চ ৮ হ্যাটট্রিকসহ আরও অনেক রেকর্ডই এখন পর্যন্ত আছে রোনালদোর অধীনে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission