• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানাল বিসিবি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ২২:০৬
সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানাল বিসিবি 
ফাইল ছবি।

বৈষ্যমবিরোধী আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল নিহতের ঘটনায় জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এই বোঝা মাথায় নিয়ে টেস্ট খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছেন তিনি। তবে, সাকিবকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে বিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। যদিও বিসিবি জানিয়েছে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত দলে থাকবেন তিনি।

এদিকে, প্রশ্ন উঠেছে সাকিব দেশে আসবে নাকি বাহিরে থেকে বাংলাদেশের হয়ে সিরিজ খেলবে। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হোন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, সাকিবের এনওসি নেওয়া আছে। ভারত সিরিজ বাইরে থেকে এসেই খেলবে। ভারত সিরিজের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ২৭ আগস্ট ফারুক আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৭৯ জনের নামে মামলা
সাবেক আইনমন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ময়মনসিংহে শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা  
‘টুস’ করে ফেলে দেওয়া ও ‘চুবানোর’ হুমকি, শেখ হাসিনার নামে মামলা