• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শরিফুলের ইনজুরি নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১২:১৭
শরিফুল
ছবি- বিসিবি

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে তিন উইকেট শিকার করে এই জয়ে অবদান রেখেছিলেন পেসার শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামা হয়নি তার। ইনজুরির কারণে এই বাঁহাতি পেসারকে একাদশে রাখেনি টাইগার টিম ম্যানেজমেন্ট।

শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতি জানানো হয়েছে, প্রথম ম্যাচের পর কুঁচকিতে ব্যথা এবং অস্বস্তির অনুভাব করার বিষয়টি বিসিবিকে জানায় শরিফুল। এরপর বেশ কয়েকটি টেস্ট করার পর ইনজুরির বিষয়টি নিশ্চিত হয় বিসিবি।

এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, প্রথম টেস্টের পরে শরিফুলের এমআরআই করানো হয়। রিপোর্টে দেখা যায়, গ্রেড ১ বাম অ্যাডাক্টর স্ট্রেন দেখায়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে পুনরুদ্ধারের প্রায় ১০ দিন সময় লাগে। তাই শরিফুল তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।

শরিফুল একাদশে না থাকায় বাংলাদেশকে তিন ডান হাতি পেসার নিয়ে মাঠে নামতে হয়েছে। এ ক্ষেত্রে কপাল খুলেছে নাহিদ রানার। কারণ, দ্বিতীয় টেস্টে তাসকিন একাদশে ফেরায় স্বাভাবিকভাবেই বাদ পড়তেন এই তরুণ পেসার। কিন্তু শরিফুল না থাকায় তাকে খেলাতে বাধ্য হয়েছেন কোচ হাথুরুসিংহে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা