• ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১
logo

গোলশূন্য থেকে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচে নেমেছিল জামাল-তপুরা। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। তাই গোলশূন্য থেকে বিরতিতে গেছে দুই দল।

রোববার (৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশি ফুটবলাররা। তবে ফিনিংশের অভাবে গোল করতে ব্যর্থ হয়েছে মোরসালিনরা।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে তার পরিবর্তে লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্ব করেছিলেন তপু বর্মণ। কিন্তু এই ম্যাচে সেই দায়িত্ব ওঠে সিনিয়র সোহলে রানার কাঁধে।

প্রথমার্ধে বল দখলে বাংলাদেশ এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণের চেষ্টা করে ভুটানও। কিন্তু জালের দেখা পায়নি স্বাগতিকরা। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে কেমন হতে পারে ঘূর্ণিঝড় ‘ডানার’ আঘাত 
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক
জয় ও মুশফিকের ব্যাটিংয়ে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
শান্তর বিদায়ে ছন্দপতন টাইগারদের