• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩
সংগৃহীত ছবি

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৮টি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব আল হাসান।

টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। এতে জয়ের সম্ভাবনাও বেড়েছে তার দল সারের।

প্রথম ইনিংসে টম ব্যান্টনের ১৩২ রানের ওপর ভর করে সমারসেট ৩১৭ রানের স্কোর গড়েছিলো। এতে ৪ উইকেট পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। জবাব দিতে নেমে ৩২১ রানে অলআউট হয়েছে সারেও। মাত্র ৪ রানের লিড নিতে পেরেছেন তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিবদের বোলিং তোপের মুখে পড়ে ১৫৩ রানে ৯ উইকেট হারায় সমারসেট। দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান। ১০ম উইকেট জুটিতে টম ব্যান্টন এবং ক্রেইগ ওভারটন মিলে ৫১ রানের জুটি গড়ে এখনও সমারসেটকে ম্যাচে ধরে রেখেছে। ৪০ রানে ক্রেইগ ওভারটন এবং টম ব্যান্টন ২৮ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ইনিংসে আর্কি ভন, টম অ্যাবেল, জেমস রিউ ও অধিনায়ক লুইস গ্রেগরিকের উইকেট নিয়েছেন সাকিব।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। এ নিয়ে ১০৬তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন তিনি। আগের ১০৫ ম্যাচে ৩০.২৭ গড়ে ৩৪২ উইকেট নিয়েছিলেন সাকিব।

আরটিভি/এসএপি/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিজবেনে বৃষ্টির বাগড়া, ৪ উইকেট হারিয়ে বিপদে ভারত
ঢাকাকে ১০ উইকেটে হারালো তামিমের চট্টগ্রাম
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ
নিয়মিত উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ