ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ
কয়েক দিন আগেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের খরা কাটিয়েছে টাইগাররা। এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ভারত সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী শান্ত বাহিনী। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে আকাশি-নীলরা। এখনও পর্যন্ত টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি দুটি টেস্ট ড্র হয়।
সবশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ড। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় রোহিত-কোহলিরা। তাই বাংলাদেশকে ভিন্ন কিছু করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। ব্যাটারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে বোলারদেরও।
কারণ, রোহিত-কোহলিদের মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা পিচে থিতু হলে বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন হয়ে যাবে। তবে ভারতের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
ঘরের মাঠ হলেও ভারতকেও কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের কাছে। চেন্নাইয়ের স্পিন উইকেটে রোহিত-কোহলিদের যেকোনো সময় বিপাকে ফেলতে পারেন সাকিব-মিরাজরা।
পাকিস্তান সিরিজ থেকে মাত্র ১টি পরিবর্তন এনে ভারত সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান শরিফুল।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ, যশ দয়াল।
আরটিভি/এসআর
মন্তব্য করুন