• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ভারতের মাটিতে জোড়া ইতিহাস গড়লেন হাসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১
বাংলাদেশ-ভারত
ছবি- বিসিসিআই

ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্টের উদ্বোধনী দিনেই চার উইকেট তুলে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। সেই সঙ্গে নতুন কীর্তি গড়েন তিনি। ১৮ বছর পর সফরকারী কোনো দলের পেসার হিসেবে প্রথম দিনেই নেন ৪ উইকেট। সবশেষ দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন এই কীর্তি গড়েছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মাঠে নেমে আরও একটি ইতিহাস গড়েছেন এই ডানহাতি পেসার। বুমরাহকে আউট করে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নিয়েছেন তিনি।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়েছিল ভারত। তারপরও রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি স্বাগতিকদের উদ্ধার করেছে। প্রথম দিন শেষ করে ৩৩৯ রানে। পরে অবশ্য প্রথম ইনিংসে ৩৭৬ রানে থেমেছে স্বাগতিক দল।

মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা ২৪ বছর বয়সী হাসান গতকালকেই ৫৮ রানে নেন ৪ উইকেট। ভারতের অধিনায়ক রোহিত শর্মা (৬), শুভমান গিল (০), বিরাট কোহলি (৬) ও ঋষভ পান্ত (৩৯) কে ফেরান তিনি। তার প্রথম ৫ ওভারের স্পেলই বড় আঘাত হানে ভারতের টপ অর্ডারে। তাতে ১৪৪ রানে এক পর্যায়ে দলটি হারায় ৬ উইকেট।

হাসান মাহমুদকে নিয়ে আলোচনা এই জন্য যে সফরকারী কোনো ফাস্ট বোলারই ২০০৬ সালের পর এতদিন প্রথম দিনে চার উইকেট নিতে পারেননি।

অবশ্য চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের নজির গড়েছেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারের নজির গড়েন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের পেসারদের মধ্যে দেশের বাইরে একাধিক ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে হাসান হচ্ছেন দ্বিতীয়। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে দুবার ৫ উইকেট নেন রবিউল ইসলাম।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু
হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, এখনও মেলেনি ভারতের উত্তর
মেসির সংগ্রহশালায় ইতিহাস গড়া ২০ জার্সি
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির