• ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১
logo

ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের চমক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২
নীড়
ছবি- সংগৃহীত

বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে গতকাল (শনিবার) ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে রাজীবের পরিবর্তে খেলতে নেমে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়।

ফিদে মাস্টার নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধি।

গত পরশু রাতে দশম রাউন্ডে প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে।

প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।

ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে নিহত বেড়ে ৩৫৬, মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত বেড়ে ২৭৪
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বেড়ে ১৮২
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০০