• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কানপুর টেস্টে মেঘের গর্জন, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯
বাংলাদেশ-ভারত
ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যার ফলে দ্বিতীয়টি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। তবে এই ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ভেসে যেতে পারে প্রথম দুই দিন।

আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার থেকে শনিবার রাত পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ম্যাচের প্রথম দিনেই সেটা থাকছে ৯২ শতাংশ! দ্বিতীয় দিন সেটা কিছুটা কমলেও ৮০ শতাংশ পর্যন্ত দেখাচ্ছে।

এই অবস্থায় সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাড়তি গ্রাউন্ড কভার এনে রাখার দাবি জানিয়ে রেখেছে সংস্থাটি।

এ প্রসঙ্গে উত্তর প্রদেশের জেলা ক্রীড়া কর্মকর্তা অমিত পাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু আমরা সব ধরনের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত। এখান ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো। তাই আশা করছি পুরো ম্যাচই গড়াবে।

গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দল। তাই তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছে ভারত সরকার। এই ম্যাচের আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে শান্ত-লিটনরা।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ ও কানপুর টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে বন্দর নির্মাণ করতে চায় ডিপি ওয়ার্ল্ড ও মেয়ার্স্ক
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনের প্রতি আহ্বান 
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়: প্রেস সচিব