• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

আইপিএলের নিলামে নাম দিয়ে না খেললে যে শাস্তি পাবে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬
আইপিএল
ছবি- সংগৃহীত

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ক্রিকেটাররা। যার ফলে অনেক সময় টুর্নামেন্টে নাম দিয়ে, শুরুর আগে নাম সরিয়ে নিতে বাধ্য হন তারা। এতে বিপাকে পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আইপিএলের দলগুলো নতুন পদক্ষেপ নিয়েছে আয়োজকদের।

কোনো ক্রিকেটার নিলামে নাম দেওয়া সাপেক্ষে বিক্রি হওয়ার পর যদি খেলতে না আসেন, তাহলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার আইন পাস করেছে আইপিএল। অর্থাৎ পরবর্তী দুই বছর তারা আইপিএলে খেলতে পারবেন না। তবে যৌক্তিক কারণে কেউ খেলতে না পারলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করবে কর্তৃপক্ষ।

গত জুলাইয়ে আইপিএলের গভর্নিং বডির সভায় বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার ঠেকাতে এই আইন প্রণয়নের প্রস্তাব করা হয়। টুর্নামেন্টের ১০টি ফ্র্যাঞ্চাইজির সবগুলোই এই প্রস্তাবে সম্মতি প্রদান করে। এবার আনুষ্ঠানিকভাবে আইনও পাস করিয়েছে আইপিএল।

আইনে বলা হয়েছে, যেকোনো খেলোয়াড়, যিনি (একটি) নিলামের জন্য নিবন্ধন করেছেন এবং নিলামে বিক্রিত হয়েছেন; কিন্তু মৌসুম শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন, তিনি দুই মৌসুমের জন্য আইপিএল বা আইপিএল নিলামে অংশগ্রহণ করতে পারবে না। গভর্নিং কাউন্সিল বলেছে, আঘাত বা চিকিৎসার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। সেটিও নিজের (খেলোয়াড়ের) দেশের বোর্ড দ্বারা নিশ্চিত করতে হবে।

নতুন বিধিতে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের জন্য মেগা নিলামে নিবন্ধন করা বাধ্যতামূলক। তারা শুরুতেই মিনি নিলামে নিবন্ধন করতে পারবেন না। এটি করা হয়েছে, যেন ক্রিকেটাররা মিনি নিলাম থেকে বিশাল অংকের অর্থ আয় করতে না পারেন। যেমনটি দেখা গেছে গেল ২০২৪ আসরে দুই অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের ক্ষেত্রে।

২০২৪ আসরে আগের সব রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এর কয়েক ঘণ্টা পর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লাখ রুপির বিনিময়ে স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

নিবন্ধন সংক্রান্ত বিধিতে বলা হয়েছে, বিদেশী খেলোয়াড়দেরকে মেগা নিলামের জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে। যদি কেউ নিবন্ধন না করে, তবে তিনি পরবর্তী মিনি নিলাম মিস করবেন। শুধুমাত্র ইনজুরি/চিকিৎসা অবস্থার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। সেটি মেগা নিলামের আগে (খেলোয়াড়দের) দেশীয় বোর্ড থেকে নিশ্চিত করতে হবে।

আরটিভি/ এমএসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওরা তো মিথ্যাবাদী, জয়সাওয়ালদের এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার
‘কোহলিকে বাঁচিয়েছে আইসিসি, অর্থ জরিমানা এর শাস্তি নয়’
নির্বাচনগুলোতে অন্যায়কারীদের শাস্তির সুপারিশ করা হবে: বদিউল আলম মজুমদার
কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও