কানুপর টেস্ট
মুশফিকের পর লিটনের বিদায়, লড়াই করছেন মুমিনুল
কানপুরে টানা দুই দিন বৃষ্টির পর চতুর্থ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে দিনের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম সেশন শেষ হওয়ার আগেই দুই উইকেট হারায় সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৭ রান। মুমিনুল হক ৭১ রান এবং সাকিব ০ রানে ব্যাট করছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ১১ রান করে বুমরাহর বলে বোল্ড আউট হন এই ডানহাতি ব্যাটার। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুমিনুল হক। দিন ইনিংস বড় করতে পারেননি লিটন।
মোহাম্মদ সিরাজকে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারে লিটন। কিন্তু এক হাত দিয়ে দুর্দান্তভাবে বল তালুবদ্ধ করেন রোহিত শর্মা। এতে দলীয় ১৪৮ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।
এর আগে প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক। এখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।
আরটিভি/এমএসআর/এসএ
মন্তব্য করুন