• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

ফুটসাল বিশ্বকাপ

নাটকীয় জয়ে ১২ বছর পর ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১২:০৪
সংগৃহীত ছবি

ফুটসাল বিশ্বকাপে ১২ বছর পর ফাইনালে উঠল টুর্নামেন্টটির সর্বোচ্চ পাঁচবারের বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচটি শুরু হয়। এতে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সেলেসাওরা।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া সেমিফাইনালে নাটকীয়ভাবে জিতেছে ব্রাজিল। ম্যাচে হয়ে জোড়া গোল করেন ব্রাজিলের দিয়েগো। জয়ের গোলটি এসেছে আত্মঘাতী থেকে। ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি ইউক্রেনের হয়ে গোল দুটি করেন।

ম্যাচটিতে ইউক্রেনের গোলপোস্টে ৫২টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ১৬টিই ছিল লক্ষ্যে। ইউক্রেন নেয় ৫০টি শট, যার ১২টি লক্ষ্যে ছিল। তবে ইউক্রেনের করা আত্মঘাতী গোলটিই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।

ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ২০১২ সালের পর আর শিরোপার দেখা পায়নি দেশটি।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল
প্রতিপক্ষকে হাফ ডজন গোলে ভাসিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
শিরোপা জয়ের লক্ষ্যে সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ