নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কাকে সহজ লক্ষ্য দিলো পাকিস্তান
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে লঙ্কানদের ১১৭ রানের সহজ লক্ষ্য দিয়েছে ম্যান ইন গ্রিনরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ৬ রানেই সাজঘরে ফেরেন ওপেনার গুল ফিরোজা। ১১ রান করে তাকে সঙ্গ দেন মুনিবা আলী। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা আমিনও।
১০ রান করে করে ফেরেন তিনি। এরপর ওমাইমা সোহেল ১৮ রান করে আউট হলে দলীয় ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন নিদা দার। ২২ বলে ২৩ রান করে এই ব্যাটার আউট হলে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন তুবা হাসান (৫), আলিয়া রিয়াজ (০) এবং ডায়ানা বেগ (২)।
শেষ দিকে দলের হাল ধরেন অধিনায়ক ফাতেমা সানা। কিন্তু ১৯ বলে ৩০ রান করে ফাতেমা এবং ২ রান করে সাদিয়া ইকবাল ২ রানে আউট হলে ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে সুগান্ধীকা কুমারী, উদেশিকা প্রবোধনী এবং চামারী আতাপাত্তু তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কবিশা দিলহারি এক উইকেট নেন।
আরটিভি/এসআর/এসএ
মন্তব্য করুন