• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে পাহাড় সমান লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ২১:৪৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি-এএফপি

সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচে আগে ব্যাট করে আকাশী-নীলদের পাহাড় সমান ১৬১ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

শুক্রবার (৪ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সুজি বেটস ও জর্জিয়া প্লামার। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৫ রান তোলে কিউইরা। তবে ফিফটি ‍তুলতে পারেনি কেউই।

২৪ বলে ২৭ রান করে সুজি বেটস আউট হলে, ২৩ বলে ৩৪ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার জর্জিয়া প্লামার। দুজনের ব্যাট থেকে আসে ৬৭ রান। এরপর অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক সোফি ডিভাইন।

২২ বলে ১৩ রান করে অ্যামেলিয়া আউট হলেও ব্যাট চালাতে থাকেন তিনি। ১২ বলে ১৬ করেন ব্রুক হ্যালিডে। শেষ পর্যন্ত সোফি ডিভাইনের ৩৬ বলের অপরাজিত ৫৭ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৬০ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন রেণুকা সিং। এ ছাড়াও আশা শোবহানা এবং অরুন্ধতী রেড্ডি একটি করে উইকেট নেন।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত
দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২
এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু নিউজিল্যান্ডের