নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে মামুলি পুঁজি শ্রীলঙ্কার
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে লঙ্কানরা। এই ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ৯৪ রানের সহজ লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।
শনিবার (৫ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। দলীয় ৬ রানে দুই ওপেনারকে হারায় তারা। বিশমি গুনারত্নে (০) এবং চামারী আতাপাত্তু ৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
এদিন ইনিংস বড় করতে পারেননি কবিশা দিলহারিও। ৫ রান করে আউট হন তিনি। এরপর হর্ষিতা সামারাবিক্রমাকে নিয়ে দলের হাল ধরেন নীলাক্ষীকা সিলভা। তবে ২৩ রান করে আউট হন সামারাবিক্রমা। ২ রান করে তাকে সঙ্গ দেন হাসিনি পেরেরা।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সিলভা। ১৫ বলে ১৬ রান করে তাকে সাহায্য করেন নুষ্কা সঞ্জীওয়ানি। শেষ পর্যন্ত সিলভার অপরাজিত ২৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিবার মেগান স্কট। এ ছাড়াও সোফি মোলিনিউ দুটি, অ্যাশলেঘ গার্ডনার এবং জর্জিয়া ওয়েরহাম একটি করে উইকেট শিকার করেন।
আরটিভি/ এমএসআর
মন্তব্য করুন