প্রথম টি-টোয়েন্টি
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে টাইগাররা।
রোববার (৬ অক্টোবর) প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এই ম্যাচে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এ ছাড়াও রয়েছেন ৬ জন ব্যাটার।
অন্যদিকে ভারতের হয়ে দুইজনের অভিষেক হয়েছে। আইপিএলে বল হাতে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব ও নিতিশ কুমার রেড্ডি পেয়েছেন টি-টোয়েন্টি ক্যাপ। মায়াঙ্ককে ক্যাপ পরিয়ে দেন মুরালি কার্তিক। আর নিতিশকে ক্যাপ দেন পার্থিব প্যাটেল।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।
মন্তব্য করুন