দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমেছে টাইগাররা। কিন্তু দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। শান্ত ১৬ রান এবং মাহমুদউল্লাহ ১ রানে ব্যাট করছেন।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২ বলে ৪ রান করে প্রথম ওভারেই ক্যাচ আউট হন লিটন কুমার দাস। ৯ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার পারভেজ ইমন।
এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন অধিনায়ক শান্ত। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদেশ। কিন্তু সপ্তম ওভারেই বাউন্ডারি লাইনে কাটা পড়েন হৃদয়। ১৮ বলে ১২ রান করেন তিনি।
আরটিভি/ এমএসআর/ এএইচ
মন্তব্য করুন