সিরিজ রক্ষার ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। এই ম্যাচে জয় না পেলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করবে ভারত।
বুধবার (৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টি ঘুরে দাঁড়াতে না পারলে, টি-টোয়েন্টি সিরিজেও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে শান্ত লিটনদের।
ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫ টি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ১৪টিতেই জয় পেয়েছে ভারত। আর একটি মাত্র জয় শান্ত-লিটনদের।
আরটিভি/ এমএসআর
মন্তব্য করুন